সুদর্শনের ৪৭ বলে ৯৬, ধোনিদের চাই ২১৫ রান

বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়ানো ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ব্যাট হাতে চেন্নাই সুপার কিংস বোলারদের তুলোধুনো করেছেন শাই সুদর্শন। তার ৪৭ বলে ৯৬ রানে ঝড়ো ইনিংসে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ২১৪ রান। পঞ্চম আইপিএল শিরোপা জিততে ধোনিদের প্রয়োজন ২১৫ রান।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় শিরোপা নির্ধারনী ম্যাচটি। টসে জিতে গুজরাটকে আগে ব্যাটে পাঠায় চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ২১৪ রান করে হার্দিক পান্ডিয়ার দল।

ঘরের মাঠে আগে ব্যাটে নেমে উড়ন্ত শুরু পায় গুজরাট টাইটান্স। প্রথম উইকেট জুটিতে দুই ওপেনার শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা সংগ্রহ করেন ৬৭ রান। সপ্তম ওভারের শেষ বলে জাদেজার শিকার হন গিল। ব্যাট হাতে ২০ বলে ৩৯ রান করেন এই ব্যাটার।

দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৬৪ রান যোগ করেন ঋদ্ধিমান ও শাই সুদর্শন। ১৪তম ওভারের শেষ বলে দলীয় ১৩১ রানে দ্বীপক চাহারের শিকার হন ঋদ্ধিমান। ব্যাট হাতে ৩৯ বলে ৫৪ রান করেন তিনি। এরপর চেন্নাই বোলারদের তুলোধুনো করেন সুদর্শন। ১৯.৩ ওভারে দলীয় ২১২ রানে মাথিশা পাথিরানার শিকার হন ৪৭ বলে ৯৬ রান করে। ওভারের শেষ বলে ফেরেন রশিদ খান, রানের খাতা না খুলেই।

নির্ধারিত ওভার শেষে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২১৪ রান। ১২ বলে ২১ রানে অপরাজিত ছিলেন পান্ডিয়া।

চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট নিয়ে মাথিশা পাথিরানা। একটি করে উইকেট নেন জাদেজা ও দ্বীপক চাহার।

আইপিএল-২০২৩গিলগুজরাটচেন্নাইপাথিরানালিড স্পোর্টসসুদর্শন