আইপিএল ফাইনাল: বৃষ্টি হলে যে নিয়মে খেলা হবে

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ১৬তম আসরের ফাইনাল রাতে, শুরুর সময় ৮টায়। চারবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। বিশ্বের অন্যতম ব্যয়বহুল টুর্নামেন্টের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা আছে। সেজন্য রিজার্ভ ডে রেখেছে আয়োজক বিসিসিআই।

ভারতীয় গণমাধ্যমে তথ্য, খেলার সময় বৃষ্টি ঝরার সম্ভাবনা ৮০ শতাংশ। বৃষ্টি শুরু হলে স্থায়িত্ব হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত, আবহাওয়া পূর্বাভাস বলছে। তবে রোববার ফাইনাল পরিত্যক্ত হলে খেলা গড়াবে সোমবারের রিজার্ভ ডে’তে। সেজন্য কিছু শর্তপূরণও হতে হবে।

ফাইনাল শুরু হওয়ার পর উভয় দল যদি ৫ ওভার করে খেলতে না পারে, তবেই ম্যাচ রিজার্ভ ডে তথা, সোমবারে গড়াবে। রোববার শুরু হওয়া ম্যাচে যদি একটি বলও মাঠে গড়ায়, সোমবার আগেরদিন যেখানে খেলা শেষ হয়েছিল সেখান থেকেই ম্যাচ শুরু হবে।

রোববার টস হওয়ার পর যদি খেলা না হয়, তবে সোমবার ২০ ওভারের নতুন ম্যাচ শুরু হবে। এমনকি রিজার্ভ ডে’তে নতুন করে টসও হবে। রিজার্ভ দিনে স্কোয়াড বদল করতে পারবেন দুদলের অধিনায়ক ধোনি ও পান্ডিয়া।

এর আগে, কোয়ালিফায়ার-২’তে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে গুজরাট টাইটান্স। অন্যদিকে, কোয়ালিফায়ার-১’এ গুজরাটকে হারিয়ে সবার আগে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস।

আইপিএল-২০২৩আহমেদাবাদগুজরাটচেন্নাইধোনিফাইনাললিড স্পোর্টসহার্দিক