ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কাজে ফিরেছে ইন্টার্ন চিকিৎসকরা

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কাজে ফিরেছে ইন্টার্ন চিকিৎসকরা। হামলাকারী প্রধান আসামি দিব্য সরকার গ্রেপ্তার হওয়ায় সকালে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর তারা কাজে ফেরে।

একই সঙ্গে মেডিকেল কলেজের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা জানিয়েছে- অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য ৭ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে আবারও তারা আন্দোলনে যাবে।

রোববার হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা ও পরবর্তীতে ক্যাম্পাসে দুই শিক্ষার্থীকে মারধোরের ঘটনায় সোমবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দিয়েছিলো চিকিৎসকরা। মঙ্গলবার থেকে মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।

সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া, শেষ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিও উপস্থিত ছিলেন।