ম্যাচসেরা মাখিতারিয়ান বললেন ‘মহারণ’ এখনও বাকি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমির লড়াইয়ে প্রতিপক্ষ ছিল মিলান শহরের দুদল, এসি মিলান ও ইন্টার মিলান। প্রথম লেগে নগরপ্রতিদ্বন্দ্বী মিলানকে হারিয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের স্বপ্ন দেখছে ইন্টার। তাদের সামনে রয়েছে আরও একটি কঠিন পরীক্ষা। ফিরতি লেগে পাশ করলেই মিলবে ফাইনালের টিকিট। ডার্বির সেই ম্যাচটি কঠিন হতে চলেছে বলেই মনে করছেন ম্যাচসেরা মিডফিল্ডার মাখিতারিয়ান।

সান সিরোতে বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। মিলান ডার্বিতে ইন্টারের হয়ে ৮ ও ১১ মিনিটে গোল দুটি করেন এডেন জেকো ও হেনরিখ মাখিতারিয়ান।

ম্যাচে নতুন এক কীর্তি গড়েছে ইন্টার। প্রথম দল হিসেবে ৩৪ বর্ষী বা এরবেশি বয়সী দুজন খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে গোল করেছেন। ম্যাচসেরা হয়েছেন আমেরিকান মিডফিল্ডার মাখিতারিয়ান।

পরে মাখিতারিয়ান বলেছেন, ‘প্রথম মিনিট থেকেই জয়ের জন্য আমাদের প্রবল ইচ্ছা ছিল। কিন্তু এখনই আমাদের কাজ শেষ হয়নি। সামনে আরও একটি মহারণ আমাদের জন্য অপেক্ষা করছে।’

ইউরোপিয়ান প্রতিযোগিতায় পাঁচবার মুখোমুখি হয়েছে সিরি আ’র এ দুই জায়ান্ট। এরমধ্যে প্রথমবার মিলানকে হারিয়েছে ইন্টার। আগের চার দেখায় দুবার জিতেছিল মিলান, অন্য দুটি ড্র হয়েছিল। একই শহরের দুই ক্লাবের হোম ভেন্যুও একটিই। তাই ফিরতি লেগের ম্যাচও সান সিরোতেই।

শুরুতে গোল করে এগিয়ে দেয়া বসনিয়ান ৩৭ বর্ষী স্ট্রাইকার জেকো বলেছেন, ‘জয় পেয়ে দারুণ লাগছে। এর বিশেষ একটি কারণ হল, এটা ডার্বি ম্যাচ। আমরা কাগজে কলমে একটি অ্যাওয়ে ম্যাচ খেলেছি। তবে এটা আমাদের জন্য একটি দুর্দান্ত ফলাফল। অনেক সময় বল নিয়ন্ত্রণ অনেক কঠিন হয়ে যায়। কিন্তু ধৈর্য এবং পরিশ্রম সবসময়ই ফল দেয়। আমি শান্ত ছিলাম, জানতাম সবসময়ের মতো গোল আসবে।’

ম্যাচ শেষে উচ্ছ্বসিত ইন্টার কোচ সিমোন ইনজাঘি বলেছেন, ‘মাঠের প্রতিটি অংশজুড়ে ছেলেরা নিজেদের হৃদয় এবং মাথা দিয়ে খেলেছে। আমরা খুশি, তবে এখনও আমাদের আরও একটি অধ্যায় বাকি আছে।’

১৬মে সান সিরোতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ইতালিয়ান দুই জায়ান্ট। ম্যাচে এক গোল ব্যবধানে হারলেও ফাইনাল নিশ্চিত হবে ইন্টার মিলানের।

ইন্টার মিলানউয়েফা চ্যাম্পিয়ন্স লিগএসি মিলানজিরুডমার্টিনেজলিড স্পোর্টসসান সিরো