ইন্টারের সঙ্গে আর্জেন্টিনার মিল পেয়েছেন মার্টিনেজ

চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের সঙ্গে প্রথম লেগে জয়ের পর ফিরতি লেগেও ১-০তে জিতেছে ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে সিমোন ইনজাঘির দল। ইন্টারের হয়ে জয়সূচক গোলটি করেছেন বিশ্বকাপজয়ী লৌতারো মার্টিনেজ। ফাইনালে উঠতে পেরে উচ্ছ্বসিত আর্জেন্টাইন ফরোয়ার্ড বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে মিল দেখছেন ইন্টার মিলানের। 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানের বিপক্ষে ২-০তে জয় পেয়েছিল ইন্টার মিলান। সান সিরোতে ফিরতি লেগে জয়ের ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে শিরোপার মঞ্চে গেছে ইন্টার। একই শহরের দু-ক্লাব হওয়ায় তাদের একই হোম ভেন্যু।

মিলান ডার্বিতে ইন্টারের জয়ের পর বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সঙ্গে তুলনা করেছেন মার্টিনেজ। বলেছেন, ‘আমি অনুভব করেছি, আমরা দুটি ম্যাচেই দুর্দান্ত খেলেছি। দলের একতা আমাদের অনুপ্রাণিত করেছে, যা বিশ্বকাপেও অনুভব করেছি। এটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি একটি গোছালো দল থাকে, তখন ব্যাপারগুলো অনেক সহজ হয়। আমার মনে হয় ইন্টার এই মুহূর্তে যোগ্য দল।’

এর আগে ২০০৯-১০ মৌসুমে সর্বশেষ ফাইনাল খেলেছিল ইন্টার। সেবার বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছিল। দীর্ঘ সময় পর আবারও দলটির স্বপ্নপূরণের সুযোগ। বিশ্বকাপজয়ী মার্টিনেজেরও স্বপ্ন ইউরোপসেরার মুকুট পরার।

২৫ বর্ষী ফরোয়ার্ড বলেছেন, ‘এই খেলায় অনেক ইতিহাস ছিল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা স্বপ্ন। মৌসুমটি আমরা গোল দিয়ে শুরু করেছিলাম এবং আজকে আমরা গুরুত্বপূর্ণ সেই ফাইনালে পৌঁছেছি।’

এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চারবার এসি মিলানের বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মিলান। এর আগে ১৯৭৩-৭৪ মৌসুমে এমন সৌভাগ্য ইন্টারের হয়েছিল।

আগামী ১০ জুন ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামের সেই ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ কে হচ্ছে তা নিশ্চিত হবে বুধবার রাতে।

ইন্টার মিলানউয়েফা চ্যাম্পিয়নস লিগএসি মিলানচ্যাম্পিয়ন্স লিগমার্টিনেজলিড স্পোর্টসলুকাকু