বার্সেলোনা নাকি আল হিলাল, কোথায় জাবেন লিওনেল মেসি? বিশ্ব ফুটবলে এটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আল হিলালের সঙ্গে দরদাম করতে আর্জেন্টাইন অধিনায়কের প্রতিনিধিরা করেছিলেন নিষেধ। কাতালান ক্লাবে ফিরতে মহাতারকাকে ঠেলছেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো- এমন খবরও বেরিয়েছিল। ৩৫ বর্ষী মহাতারকার বাবা হোর্হে মেসি নিজেই বলেছিলেন, বার্সায় আবারো তার ছেলেকে দেখতে চান। অথচ এখন জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে নাকি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।
স্পেনের ফুটবল সাংবাদিক গুইলেমে বালাগের বরাতে জানানো হয়েছে, মেসি মেজর লিগ সকারের সাউথ ফ্লোরিডা ভিত্তিক ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এদিকে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের খবর, ইন্টার মিয়ামি মেসির সঙ্গে চুক্তি সাক্ষরের ব্যাপারে জনমত যাচাইয়ে জরিপ চালায়। সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছ থেকে বিশ্বকাপজয়ী তারকা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাওয়ার পর জরিপটি চালানো হয়।
লে’কিপে আরও জানায়, মেসি ও তাঁর স্ত্রী রোকুজ্জো উপসাগরীয় মরুভূমির দেশ সৌদিতে তাদের তিন ছেলেকে নিয়ে বসবাস করতে চান না। এরপরই মেসির আল হিলালের চেয়ে বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনাই বেশি তৈরি হয়েছিল। তবে কাতালান ক্লাবের আর্থিক পরিস্থিতি অনুকূলে না থাকায় সেই পদক্ষেপ ফলপ্রসূ হবে হওয়ার পরিস্থিতি নেই বলেই আপাততদৃষ্টিতে মনে হচ্ছে।
মেজর লিগ সকারের সম্প্রচার সত্ত্ব রয়েছে অ্যাপল টিভির দখলে। পোশাক স্পনসর হিসেবে রয়েছে অ্যাডিডাস। অ্যাপল মেসির চারটি বিশ্বকাপে খেলার ঘটনাকে তুলে ধরতে চার পর্বের ডকুমেন্টারি তৈরির কাজ করছে। অপরদিকে, অ্যাডিডাস এলএম টেনকে লভ্যাংশ ভাগাভাগির প্রস্তাব দিয়ে তাদের সঙ্গে চুক্তি করতে বলছে।
এসব ঘটনার সঙ্গে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই কাতার বিশ্বকাপজয়ী অধিনায়কের ইন্টার মিয়ামিতে যাওয়ার যোগসূত্র খুঁজছেন।
বিজ্ঞাপন