কেঁচো খুঁড়তে সাপ বের হবে বলে বিএনপি জিয়া হত্যার বিচার করেনি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কেঁচো খুঁড়তে সাপ বের হবে বলে বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করেনি।

তিনি বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে। হত্যার রাজনীতির মধ্যে দিয়ে তাদের জন্ম। বেগম খালেদা ও তারেক জিয়ার নেতৃত্বে আজকের বিএনপিও সেই হত্যার রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি।

রোববার (২৭ আগস্ট) গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ আলোচনা সভার আয়োজন করে আইভী রহমান পরিষদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আইভী রহমান পরিষদের আহ্বায়ক অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

বিএনপির শীর্ষস্থানীয় তিন নেতার সিঙ্গাপুর যাওয়ার প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, পত্র-পত্রিকায় লিখছে, তারা কী আদৌ চিকিৎসা নিতে গেলেন, নাকি আবার কোনো ষড়যন্ত্র করতে একসঙ্গে সিঙ্গাপুর গেলেন। এটি অনেকের প্রশ্ন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির ঘরের মধ্যে এখন অন্তর্জ্বালা শুরু হয়েছে। এর কারণ হচ্ছে, বিদেশিদের কাছে বার বার ধর্না দিয়ে কোনো লাভ হয়নি। বিদেশিরা তাদের দাবি-দাওয়া, তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার এগুলোর প্রতি কোনো সমর্থন জানায়নি।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে। এতে কিছুই আসে-যায় না। নির্বাচন বর্জনের সকল অধিকার তাদের আছে। কিন্তু তারা যদি নির্বাচন প্রতিরোধের চেষ্টা করে, তবে দেশের জনগণ তাদের কঠোর হাতে প্রতিহত করবে।

তিনি বলেন, দেশ থেকে যদি অপরাজনীতি, মানুষ হত্যার রাজনীতি, জিঘাংসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হয়, তাহলে যারা প্রতিহিংসা ও অপরাজনীতি করে, তাদের রাজনৈতিক দৃশ্যপঠ থেকে বিদায় করা দরকার। নাহলে এই অপরাজনীতি বন্ধ হবে না।

আইভী রহমানের স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, তিনি একজন কর্মীবৎসল নেত্রী ছিলেন। নেতাকর্মীদের সুখ-দুঃখে সব সময় পাশে থাকতেন আইভী রহমান। যত্নসহকারে স্বামীর খোঁজ-খবর রাখতেন মহীয়সী এ নারী নেত্রী।

বিজ্ঞাপন

জিয়া হত্যাতথ্যমন্ত্রীবিএনপি