আইপিএল: রানে সেরা দশের ৮ জনই ওপেনার

ভারতীয় ব্যাটারদের দাপট

জমজমাট আরেকটি আসর শেষ হল আইপিএলের। ১৬তম আসরে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স ফাইনালে খেলেছে। রুদ্ধশ্বাস ফাইনালে শেষ বল পর্যন্ত লড়াই জমেছিল। শেষে গুজরাটকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।

প্রায় দুমাস চলা আসরে ঘটেছে অসংখ্য রোমাঞ্চকর ঘটনা, হয়েছে হরেক রেকর্ড। রান সংগ্রহে শীর্ষে ভারতের তিন সংস্করণের ওপেনার শুভমন গিল। আইপিএলের এক মৌসুমে বিরাট কোহলির রেকর্ড ৯৭৩ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক গিল এবারের আসরের সেরা। রানের সেরার ১০-এ আছেন আরও ৭ ভারতীয়।

শুভমন গিল: রানার্সআপ গুজরাট টাইটান্স ওপেনার, ২৩ বর্ষী শুভমন গিল এ মৌসুমে ফাইনালসহ মোট ১৭ ম্যাচ খেলেছেন। এক ম্যাচে শূন্য রানে আউট হন। বাকি সব ম্যাচেই রান পেয়েছেন। ১৫৮ স্ট্রাইকরেটে ৫৯.৩৩ গড়ে রান করেছেন ৮৯০। মৌসুমে তার ধারেকাছে নেই কেউ। সর্বোচ্চ ১২৯ রানের ইনিংস খেলেছেন দ্বিতীয় কোয়ালিফায়ারে, মুম্বাইয়ের বিপক্ষে। সবমিলিয়ে ৫৬৪ বল খেলা গিল পেয়েছেন আসরের সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি, ফিফটি করেছেন ৪টি। দুটি ম্যাচে নটআউট থাকা ডানহাতি ওপেনার হয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ। আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩টি ছক্কা হাঁকিয়েছেন।

ফ্যাফ ডু প্লেসিস: এবারের আসরে রান সংগ্রহের দুইয়ে সাউথ আফ্রিকার ডানহাতি ৩৮ বর্ষী ফ্যাফ ডু প্লেসিস। প্লে-অফের আগে বাদ পড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ওপেনার ১৪ ম্যাচ খেলেছেন। ৫৬ গড়ে ১৫৩ স্ট্রাইকরেটে ৭৩০ রান করেছেন। সেঞ্চুরির দেখা না পাওয়া ডু প্লেসিসের সর্বোচ্চ ইনিংসটি ৮৪ রানের, ফিফটি পেয়েছেন আসরের সর্বোচ্চ ৮টি। মোট ৪৭৫ বল খেলে শূন্য রানে আউট হননি একবারও, নটআউট ছিলেন এক ম্যাচে। আসরের সর্বোচ্চ ৩৬টি ছক্কা হাঁকিয়েছেন।

ডেভন কনওয়ে: সর্বোচ্চ রান সংগ্রহে তিনে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ৩১ বর্ষী কিউই ওপেনার ডেভন কনওয়ে। গিলের চেয়ে একটি ম্যাচ কম খেলেছেন। ৬৭২ রান করা কনওয়ের সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯২ রানের। স্ট্রাইকরেট ১৩৯ এবং গড় ৫১.৬৯। সেঞ্চুরি পাননি, ফিফটি ৬টি, মোট বল খেলেছেন ৪৮১টি। শূন্য রানে একবার আউট হন। নটআউট ছিলেন দুই ম্যাচে। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, ২৫ বলে ৪৭ রানের ইনিংস খেলা নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার।

বিরাট কোহলি: আইপিএলে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডটি তার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ওপেনার বিরাট কোহলি এবারের আসরে রান তোলায় আছেন চারে। ৩৪ বর্ষী ডানহাতি দুটি সেঞ্চুরি, ৬টি ফিফটিসহ ৬৩৯ রান তুলেছেন। ১৪০ স্ট্রাইকরেটে সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ১০১ রানের। ৪৫৭ বল খেলে আসরে তার ব্যাটিং গড় ৫৩.২৫। দুবার অপরাজিত থাকেন, একবার শূন্য রানে আউট হয়েছেন।

যশ্বী জয়সওয়াল: আইপিএল ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস প্লে-অফে কোয়ালিফাই করতে না পারলেও তাদের ২১ বর্ষী বাঁহাতি ওপেনার যশ্বী জয়সওয়াল আছেন রান সংগ্রহের পাঁচে। আসরে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ ১২৪ রান এসেছে তার থেকে। ৪৮ গড়ে ৩৮২ বল খেলে করেছেন ৬২৫ রান, স্ট্রাইকরেট ১৬৩.৬১। একটি সেঞ্চুরিসহ ৫টি ফিফটি করেছেন। এক ম্যাচে শূন্য রানে আউট হন, অপরাজিত ছিলেন এক ম্যাচে।

সূর্যকুমার যাদব: আইসিসি টেবিলে টি-টুয়েন্টির শীর্ষ ব্যাটার ৩২ বর্ষী ডানহাতি সূর্যকুমার যাদব আছেন রান সংগ্রহের ছয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের টপঅর্ডার ব্যাটার ১৬ ম্যাচে ৪৩ গড়ে ৬০৫ রান করেছেন। একটি সেঞ্চুরি আছে, অপরাজিত ১০৩ রানের, ফিফটি করেছেন ৫টি। সেরা ১০ ব্যাটারের মধ্যে তার স্ট্রাইকরেট সবচেয়ে বেশি, ১৮১.১৩। সবমিলিয়ে ৩৩৪ বল খেলা যাদব দুবার অপরাজিত থাকেন, এক ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন।

ঋতুরাজ গায়কোয়াড: রান সংগ্রহে সাতে আছেন চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড। ২৬ বর্ষী ডানহাতি ওপেনার ১৫ ইনিংস খেলে ৪২ গড়ে ৫৯০ রান করেছেন। সর্বোচ্চ ইনিংসটি ৯২ রানের, ফিফটি করেছেন ৪টি। স্ট্রাইকরেট ১৪৭।

ডেভিড ওয়ার্নার: পয়েন্ট টেবিলের তলানির দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার আছেন আটে। ৩৬ বর্ষী বাঁহাতি অজি ওপেনার ১৪ ম্যাচে ৩৬ গড়ে ৫১৬ রান করেছেন। স্ট্রাইকরেট ১৩১, ফিফটি পেয়েছেন ৬টি। শূন্য রানে দুবার আউট হয়েছেন।

রিংকু সিং: গুজরাট টাইটান্সের বিপক্ষে এক ওভার পাঁচ ছক্কা হাঁকিয়ে আলোচনায় আসা কলকাতার বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটার রিংকু সিং আছেন নয়ে। ১৪ ম্যাচের মধ্যে ৬ বার অপরাজিত থাকা রিংকু ৫৯.২৫ গড়ে ৪৭৪ রান করেছেন। ৩১৭ বলের আসরে সর্বোচ্চ ইনিংস ৬৭ রানের, স্ট্রাইকরেট ১৪৯। চারটি ফিফটি রয়েছে ২৫ বর্ষী বাঁহাতির।

ঈশান কিষাণ: দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের কাছে হেরে আসর থেকে বিদায় নেয়া মুম্বাই ইন্ডিয়ান্সের বাঁহাতি ওপেনার ঈশান কিষাণ আছেন ১০-এ। ১৫ ইনিংসের আসরে ঈশান ৩১৮ বল খেলে ৪৫৪ রান করেছেন। সর্বোচ্চ ৭৫, স্ট্রাইকরেট ১৪২। আসরে মাত্র ৩টি ফিফটির দেখা পেয়েছেন ২৪ বর্ষী ওপেনার।

বিজ্ঞাপন

আইপিএলঈশানওয়ার্নারকনওয়েকোহলিগিলগুজরাটচেন্নাইরিংকুলিড স্পোর্টস