এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত

বাংলাদেশ সিরিজের মতো ভারতের বিপক্ষে কোনো চমক দেখাতে পারল না জিম্বাবুয়ে। টানা দুই ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। সহজ লক্ষ্য তাড়ায় ভুল করেনি ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল সফরকারী।

শনিবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে কে এল রাহুলের ভারত। ৪৩ রান ও ৩টি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন সানজু স্যামসন।

টস হেরে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে শুরু থেকেই ধীরে ব্যাটিং করতে থাকে। ভারতের হয়ে প্রথম আঘাতটি হানেন মোহাম্দ সিরাজ। ৩২ বলে ৭ রান করা কাইটিানোকে ফেরান স্যামসনের ক্যাচ বানিয়ে। এরপর শার্দুল ঠাকুরের তোপে ১১ রান তুলতে আরও ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

পঞ্চম উইকেটে শন উইলিয়ামস ও রাজা মিলে জিম্বাবুয়ের ইনিংসের হাল ধরেন। রাজা ১৬ রান করে ফিরলে আবারও চাপে পড়ে স্বাগতিক দল।

ষষ্ঠ উইকেটে রায়ান বার্লকে নিয়ে ৩৩ রান যোগ করেন উইলিয়ামস। ৪২ বলে ৪২ রান করে তিনি ফিরলে আবারও শুরু হয় আসা যাওয়ার মিছিল। বার্ল একপ্রান্ত ধরে রেখে ৪৭ বলে ৩৯ রান করলেও তাকে আর কেউ সঙ্গ দিতে পারেননি। ১৬১ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন শার্দুল। একটি করে উইকেট পেয়েছেন সিরাজ, প্রসিধ , অক্ষর, কুলদীপ যাদব ও হুডা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রাহুলের উইকেট হারায় ভারত। দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান ও শুভমন গিল যোগ করেন ৪২ রান। ধাওয়ান ৩৩ রান করে আউট হলে ইশান কিশানকে নিয়ে তৃতীয় উইকেটে আরও আরও ৩৬ রান যোগ করেন গিল।

একপ্রান্ত আগলে রাখা গিল ৩৩ রানে ফিরলে কিছুটা বিপর্যয়ে পড়ে ভারত। তবে সে চাপ একাই সামলে নেন স্যামসন। তারা অপরাজিত ৪৩ রানে ভর করে ১৪৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

জিম্বাবুয়েভারতশার্দুলস্যামসন