১০ হাজারি এলিট ক্লাবে রোহিত

এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে নেমেছে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাওয়ার প্লের অষ্টম ওভারে ভারত অধিনায়ক রোহিত শর্মা ১০ হাজার রানের এলিট ক্লাবে ঢুকেছেন। কাসুন রাজিথার বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ডানহাতি ব্যাটার মাইলফলকে নাম লেখান।

৩৬ বর্ষী রোহিত ১৫তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে ১০ হাজারি রানের ক্লাবে ঢুকলেন। দ্রুততম ১০ হাজার রান তোলার তালিকায় তার অবস্থান দ্বিতীয়। শীর্ষস্থানটি বিরাট কোহলির।

দশ হাজার রান করার পর ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম ফিফটি তুলে নিয়েছেন রোহিত। ফিফটি আসে ৪৪ বলে।

রোহিতকে নিয়ে ১০ হাজার বা তার বেশি রান করা খেলোয়াড় হলেন ১৫ জন। তাদের মধ্যে রান সংগ্রহে সবার উপরে আছেন ভারতের কিংবদন্তি মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার (১৮,৪২৬), পরের অবস্থানে অস্ট্রেলিয়ার দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং (১৩৭০৪)। শীর্ষ পাঁচের বাকিরা হলেন- দুই শ্রীলঙ্কান কিংবদন্তি, উইকেটকিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা (১৪২৩৪) ও সনাৎ জয়সূরিয়া (১৩৪৩০) এবং বিরাট কোহলি (১৩০২৪)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভার শেষ ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৯৩ রান। ৮ বলে ১ রানে ঈশান কিষাণ ও ৩ বলে ১ রানে লোকেশ রাহুল অপরাজিত আছেন।

৪৮ বলে ৫৩ রানে ওপেনার রোহিত শর্মা ও ২৫ বলে ১৯ রান করে গিল সাজঘরে ফিরে গেছেন। ১২ বলে ৩ রান করে একই পথ ধরেছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান বিরাট কোহলি।

বিজ্ঞাপন

কোহলিগিলপ্রেমাদাসাভারতরোহিতলিড স্পোর্টসশচীনশানাকাশ্রীলঙ্কা