ভারতের একাদশে সূর্যকুমারকে দেখছেন না শেবাগ

ভারতে শুরু হয়ে গেছে বিশ্বকাপের আমেজ। ঘরের মাঠের সুবিধা নিয়ে ভারতের প্রত্যেক খেলোয়াড় পারফরম্যান্সে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সকলেই জ্বলে উঠছেন স্কোয়াডের। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে সেরা একাদশে সূর্যকুমার যাদবকে দেখছেন না সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করায় বিশ্বকাপে চার নম্বর পজিশন শ্রেয়াস আয়ারের জন্য পাকাপোক্ত দেখছেন শেবাগ। তার মতে পাঁচে লোকেশ রাহুল এবং ছয়ে হার্দিক পান্ডিয়ার খেলবে। সেই দলে জায়গা হবে না বাঁহাতি ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদবের।

‘ছয় এবং সাতে লোকেশ রাহুল এবং হার্দিক পান্ডিয়া থাকবে। সুতরাং সূর্যকুমার যাদবের সেখানে কোনো অবস্থান নেই। যদিও পাঁচের অবস্থান নেই। কিন্তু হার্দিক পান্ডিয়া যদি আপনার ষষ্ঠ বোলার হয়, রাহুল পাঁচে ব্যাট করবে এবং পান্ডিয়া ছয়ে, তারপর বোলার। আমরা ভেবেছিলাম ঈশান যেকোনো জায়গায় ফিট হবে। কিন্তু যে জায়গায় আয়ার শতক হাঁকিয়েছে, সে সেখানে খেললে পাঁচ-ছয়ে রাহুল-পান্ডিয়া থাকবে।’

‘এখন নির্ভর করছে ভারতের দল কেমন হবে, যদি পান্ডিয়া ১০ ওভার বল করে সেটা ভারতকে অতিরিক্ত সুবিধা দেবে। সুতরাং সূর্যকুমারের সেখানে জায়গা হবে না এবং যদি সুযোগ আসে তাহলে বাঁহাতির জন্য ঈশান সুযোগ পাবে।’

ভারত ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নামবে শিরোপায় চোখ রেখে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়াআয়ারঈশানপান্ডিয়াভারতলিড স্পোর্টসশেবাগসূর্যকুমার