ভারতের ক্রিকেট বোর্ড এখন ‘অহংকারী’ হয়ে উঠেছে:  ইমরান খান

আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে না দেয়ায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘অহংকারী’ বলেও মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ‘ক্ষমতার কারণে তারা এখন ‘অহংকারী’ হয়ে উঠেছে’।

সম্প্রতি ব্রিটিশ একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। বলেছেন, ‘পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে খেলতে না দেয়া নিয়ে চিন্তা করা উচিত নয়। বিষয়টি অদ্ভুত, ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়নি।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

“পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএল খেলতে না দেয়াটা কেবলই তাদের অহংকার। ‘অনেক তহবিল’ থাকার কারণে তারা ক্ষমতা পেয়েছে। সে কারণে ভারতের ক্রিকেট বোর্ড এখন ‘অহংকারী’ হয়ে উঠেছে।’’

‘পাকিস্তান ও ভারতের মধ্যকার এমন সম্পর্ক দুর্ভাগ্যজনক। ভারত এখন ক্রিকেট বিশ্বে ক্ষমতাবান হিসেবে যে আচরণ করছে তাতে তাদের অনেক অহংকার রয়েছে। কারণ তাদের প্রচুর তহবিল তৈরি করার ক্ষমতা রয়েছে। যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি।’

‘আমি মনে করি, তারা নিজেদের একটি পরাশক্তি হিসেবে প্রদর্শন করছে। তারা অহংকারী আচরণ করে নির্ধারণ করছে, কাদের খেলাতে হবে এবং কাদের খেলানো উচিত নয়।’

উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী সংস্করণে ছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। সে বছর মুম্বাইতে সন্ত্রাসী হামলার ঘটে। এরপর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। সে কারণে আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত।

আইপিএলইমরান খানপাকিস্তানভারত