লাবুশেনকে অস্ট্রেলিয়া, অশ্বিনকে ডাকল ভারত

বিশ্বকাপ দল

ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের জন্য আগেই দল দিয়েছিল আস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শুরুর আগে চোট কাটিয়ে না ওঠায় স্কোয়াডে থাকা অ্যাস্টন অ্যাগারের জায়গায় ডাক পেয়েছেন মার্নাস লাবুশেন। এদিকে চোটে পড়া অক্ষর প্যাটেলের জায়গায় একেবারে শেষমুহূর্তে ভারত দলে ঢুকেছেন রবীচন্দ্রন অশ্বিন।

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। বৃহস্পতিবার পর্যন্ত শেষবারের মতো কোনো কারণ ছাড়াই দলে পরিবর্তন করার সুযোগ ছিল অংশগ্রহণকারী দেশগুলোর। সেখানে একজন করে পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া ও ভারত।

অস্ট্রেলিয়ার ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না লাবুশেন। সাউথ আফ্রিকা এবং ভারতের বিপক্ষে সিরিজে খেলেছেন। ধারাবাহিক পারফরম্যান্সের পর দলে যুক্ত হলেন ২৯ বর্ষী তারকা। তাতে অবশ্য অজিদের দলে স্পিনার হিসেবে রইলেন শুধু অ্যাডাম জাম্পা। যদিও গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ এবং লাবুশেন স্পিন করতে পারেন। ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন ম্যাক্সওয়েল।

এদিকে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন অক্ষর। হাতের সেই চোট এখনও সারেনি বাঁহাতি স্পিনারের। তার জায়গায় অফস্পিনার অশ্বিনকে নেয়া হয়েছে। কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে দলে অশ্বিন।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: প্যাট কামিন্স, শন অ্যাবট, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

ভারতের বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক) শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

বিজ্ঞাপন

অশ্বিনঅস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ-২০২৩ভারতলাবুশেনলিড স্পোর্টসস্কোয়াড