গাভাস্কার-বোর্ডার ট্রফি সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট ড্র হওয়ায় ২-১এ সিরিজ জিতল রোহিত শর্মার ভারত। এই জয়ে জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার। অন্যদিকে, দুই টেস্টের সিরিজে প্রথমটিতে নিউজিল্যান্ড জয় পাওয়ায় শ্রীলঙ্কার ফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
সিরিজের শেষ টেস্টে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে ৪৮০ রানে শেষ হয় তাদের ইনিংস। ১৮০ করে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার উসমান খাজা। ক্যামেরন গ্রিনের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান। নির্বিষ পিচে ৬ উইকেট নেন অফস্পিনার রবীচন্দ্র অশ্বিন।
জবাবে শুভমন গিলের ১২৮ ও বিরাট কোহলির ১৮৬ রানে ৫৭১ রান তুলে প্রথম ইনিংস শেষ করে ভারত। প্রথম ইনিংসে ৯১ রানে এগিয়ে থাকে রোহিতের দল। নাথান লায়ন ও টড মারফি ৩টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৯০ রানে আউট হলেও মার্নাস লাবুশেন ৬৩ রানে অপরাজিত থাকেন। অশ্বিন ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন। ভারতকে ৮৫ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া।
দিনের খেলা অল্পকয়েক ওভার বাকি থাকায় ভারত আর ব্যাটিংয়ে নামেনি। দুই অধিনায়ক ড্র মেনে নেন। ১৮৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ বিরাট কোহলি। ৮৬ রান ও ২৫ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন রবীচন্দ্র অশ্বিন।
বিজ্ঞাপন