নাকে দেওয়ার কোভিড ভ্যাকসিন বাজারে আনল ভারত

করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ যে ক’টি দেশ দেখেছিল, তার মধ্যে ভারত অন্যতম। দেশটিতে এবার প্রথমবারের মতো নাকে দেওয়ার কোভিড টিকা সফলভাবে আবিষ্কার করা হয়েছে।

ভারত বায়োটেক এটি বাজারজাত করেছে। এটি ড্রপ আকারে এসেছে, যা নাকের সাথে যুক্ত টিস্যুতে ইমিউন প্রতিক্রিয়া তৈরি করে।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে চীন একটি স্প্রে আকারে ইনহেলড কোভিড ভ্যাকসিন বাজারে এনেছিল।

বিজ্ঞানীরা বলছেন, নাকে দেওয়ার ভ্যাকসিনগুলো নাকের আস্তরণ এবং উপরের শ্বাসনালীতে বেশি পরিমানে প্রতিরোধ তৈরি করতে সক্ষম। এই অংশগুলো দিয়েই কোভিড সাধারণত শরীরে প্রবেশ করে।

যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের গবেষণা দলগুলোও বর্তমানে নজাল ও স্প্রে ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দেশটির প্রাইভেট হাসপাতালে এই ভ্যাকসিনের মূল্য প্রতি ডোজ ৮০০ রুপি এবং সরকারি হাসপাতালে ৩২৫ রুপি। এই ভ্যাকসিন ভারতের সরকারি ওয়েবসাইট থেকে বুক করা যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বাস্থ্যমন্ত্রী এ ভ্যাকসিনের জন্য আবেদন করেছেন।

২৮ দিনের ব্যবধানে এই ভ্যাকসিনের দু’টি ডোজ নিতে হবে বলেও প্রতিবেদনে জানা যায়।

ভারত বায়োটেকের চেয়ারম্যান ডা. কৃষ্ণা এলা এএনআই নিউজ এজেন্সিকে বলেছেন, ভ্যাকসিনটি দেওয়া সহজ। কারণ, এতে সিরিঞ্জ বা সূঁচের প্রয়োজন হয় না। এটি ইনজেকশনের মাধ্যমে দেওয়া কোভিড ভ্যাকসিনের তুলনায় অনেক বেশি প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম।

ভারতে ২০২২ সালের জানুয়ারিতে স্বাস্থ্যসেবা কর্মী, ফ্রন্টলাইন কর্মী, এবং ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া শুরু হয়। এটি পরে প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। বর্তমানে ভারতীয় জনসংখ্যার প্রায় ৭০ ভাগ মানুষই ভ্যাকসিনের আওতায় আছে।

করোনাভাইরাসকোভিড ভ্যাকসিনকোভিড-১৯ভারত