ইনসেপ্টা-পিএইচএ ‘স্ট্রোক মেডিসিন ট্রাভেল ফেলোশীপ’ ২০২৩ প্রদান

দেশের তরুণ চিকিৎকদের ‘স্ট্রোক মেডিসিন’ বিষয়ক জ্ঞানকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আজ ১৬ আগস্ট ২০২৩ ইনসেপ্টা-পিএইচএ ‘স্ট্রোক মেডিসিন ফেলোশীপ’ ২০২৩ প্রদান করা হয়েছে।

বুধবার ১৬ আগস্ট এ উপলক্ষ্যে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে (এনআইএনএস)-এর সেমি কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে (এনআইএনএস)-এর পরিচালক প্রফেসর কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফেলোশীপ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ)-এর চেয়ারম্যান ডাক্তার তাসবিরুল ইসলাম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর নির্বাহী পরিচালক (সেলস) মো. আশরাফ উদ্দিন।

তরুণ চিকিৎসক শাহাদত হাসানকে প্রথমবারের মতো ‘স্ট্রোক মেডিসিন ফেলোশীপ’ ২০২৩ প্রদান করা হয়েছে। এই ফেলোশীপের আওতায় তিনি যুক্তরাজ্যের ডারেন্ট ভ্যালি হাসপাতাল ডার্টফোর্ড এবং গ্র্যাভসাম এনএইচএস ট্রাস্ট থেকে স্ট্রোক মেডিসিন এর উপর সমসাময়িক বাস্তব ও ব্যবহারিক ধারণা লাভ করতে পারবেন-যা দেশের চিকিৎসাসেবা ও মান উন্নয়নে ভূমিকা রাখবে। দেশের তরুণ চিকিৎসকদের উৎসাহিত করতে ইনসেপ্টা-পিএইচএ বিভিন্ন শাখার চিকিৎসকদের জন্য যৌথভাবে এ ধরনের ট্রাভেল ফেলোশীপ প্রদান করে আসছে।

অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে (এনআইএনএস)-এর পরিচালক প্রফেসর কাজী দীন মোহাম্মদ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘ইনসেপ্টা-পিএইচএ’-এই উদ্যোগ খবুই প্রশংসনীয়। এতে করে তরুণ চিকিসকদের বিষয়ভিত্তিক জ্ঞান অনেক বৃদ্ধি পাবে। যা উন্নত চিকিৎসায় বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ)-এর চেয়ারম্যান ডা. তাসবিরুল ইসলাম বলেন, দেশের হেলথ কেয়ার এবং হেলথ এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছাতে হলে চিকিৎসকদের সমসাময়িক জ্ঞান আরও বৃদ্ধির বিকল্প নেই। সেক্ষেত্রে এ ধরনের ফেলোশীপ স্ব স্বক্ষেত্রের বিশেষায়িত চিকিৎসকদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সমাজের প্রতি তাদের দায়িত্বও আরও বৃদ্ধি করবে।

বিজ্ঞাপন

ইনসেপ্টা