ইনসেপ্টার উদোগে মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর উদোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জটিল পাইলস, গেঁজ, ফিস্টুলাসহ মলদ্বারে ব্যথা, পুঁজ পড়া, মলদ্বার ফুলে যাওয়া, পুরাতন আমাশয় এবং দীর্ঘদিনের কোষ্ঠ্যকাঠিন্যে আক্রান্ত রুগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমেটেড এর সহযোগিতায় বিনামূল্যে যত্নের সাথে চিকিৎসা সেবা প্রদান করেন মাগুরার কৃতি সন্তান, সিএমএইচ এর সাবেক বিভাগীয় প্রধান (কোলরেক্টাল ও জেনারেল সার্জন) অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. তানভীরুল ইসলাম।
সকালে ফ্রি ক্লিনিকের উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর ডিজিএম (এডমিন) জাহিদুল আলম, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) ডা. গোলাম রিয়াদ চৌধুরী, এসিসট্যানট সেলস ম্যানেজার মো. হাফিজ উদ্দিন এবং এসিসট্যানট সেলস ম্যানেজার এস. এম. জাহিদ আলম।
সকালেই মাগুরার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে রোগীরা চিকিৎসা সেবা নেওয়ার জন্য যায়। বিগ্রেডিয়ার জেনারেল অব. অধ্যাপক ডা. তানভীরুল ইসলাম শতাধিক রুগীর চিকিৎসা সেবা দেন।
দুপুরে মাগুরা মা শিশু ও চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক, সাবেক এমপি কামরুল লায়লা জলি চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠান দেখতে আসেন এবং ইনসেপ্টার এমন সেবা উদ্যোগকে স্বাগত জানান।
বিজ্ঞাপন