২০১৮ সালে জানা গিয়েছিল বলিউডকে বিদায় জানিয়েছেন আমির খানের ভাগ্নে ইমরান খান। সব মিলিয়ে মোট ১৪টি ছবিতে কাজ করেছেন এই অভিনেতা। তখন সবাই বলেছিল, মামা আমিরের মতোই বলিউডের লম্বা রেসের ঘোড়া হবেন ইমরান খান। কিন্তু মাত্র কয়েক বছরের মাথায় বলিউড থেকে বিদায় নেন ‘জানে তু ইয়া জানে না’র নায়ক।
দীর্ঘ বিরতি কাটিয়ে এবার বলিউডে ফেরার করার ঘোষণা দিলেন ইমরান খান। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি পোস্টে ইমরান জানান, তিনি বলিউডে কামব্যাক করার জন্য নিজেকে প্রস্তুত করছেন। তিনি থ্রেডসে লেখেন, ‘এটা তাদের সকলের জন্য, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। আমি কাজ করছি সেটার জন্য। ধন্যবাদ, এত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য।’ তাতে এক ব্যক্তি মজা করে লেখেন ‘লাক ২’ চাই এবার!
এই ঘোষণা করে ইমরান লেখেন, ‘আমার অনুমান আমি থ্রেডসে পোস্ট করার পর সেটাই পেয়ে থাকি।’ অভিনেতার এই পোস্টের পর ভক্তদের কমেন্টের বন্যা বইতে থাকে। এক ব্যক্তি লেখেন, ‘প্লিজ ফিরে আসুন।’ আরেকজন লেখেন, ‘আপনাকে ভীষণ মিস করেছি’। কেউ কেউ আবার লেখেন, ‘এটা সত্যিই তো!’
অনেকেরই আবার তর সয়নি। তারা সোজাসুজি অভিনেতার কোন কোন ছবির সিকুয়্যেল দেখতে চান সেটার একটা সম্পূর্ণ তালিকা বানিয়ে দিয়েছেন। কিন্তু কোথা থেকে গোটা বিষয়টা শুরু হয়েছে ভাবছেন?
কিছুদিন আগে জিনাত আমানের একটি ইনস্টাগ্রাম পোস্টে এক ব্যক্তি লেখেন, ‘জিনাত আমান পর্যন্ত কামব্যাক করে ফেলল, না জানি আমার ইমরান খান কবে ফিরবেন!’ এরপরই ভক্তের সেই কমেন্টে অভিনেতা রিপ্লাই করেন। তিনি তার নাম ধরে লেখেন, ‘চলো অদিতি, এটা ইন্টারনেটের উপর ছেড়ে দেওয়া যাক। যদি এতে ১ মিলিয়ন লাইক হয় আমি তাহলে কামব্যাক করব।’
বলিউডে ‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে নায়ক হিসেবে ডেবিউ করেছিলেন ইমরান খান। সম্প্রতি সেই ছবিরও ১৫ বছর হয়ে গেল। এছাড়া তাকে দেখা গেছে ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘ব্রেক কে বাদ’, ‘মেরে ব্রাদার কী দুলহান’, ‘এক মে অউর এক তু’ সহ আরো অনেক ছবিতে। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতের বিপরীতে ‘কাট্টি বাট্টি’ ছবিতে।
সূত্র: বলিউড হাঙ্গামা
বিজ্ঞাপন