জ্বালানি তেলের দাম না বাড়িয়ে আমদানি শুল্ক কমানো যেত

অর্থনীতিবিদরা বলেছেন, ফলাফল না ভেবে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। দাম না বাড়িয়ে তেল আমদানিতে শুল্ক কমানোসহ বেশকিছু কৌশল নিতে পারতো বলে পরামর্শ দিয়েছেন তারা। কৃষি খাতে উৎপাদন খরচ বেড়ে, খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করে তারা আরও বলেছেন, মূল্যস্ফীতির চাপ সইতে না পেরে দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে অনেক মানুষ।

অর্থনীতিবিদজ্বালানি তেলসরকার