আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য স্বস্তির

বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ নিয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক মূদ্রা তহবিল আইএমএফ এর কর্মকর্তাদের বৈঠকে কথা বলেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন জানান, বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি বাংলাদেশকে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা দিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন

আইএমএফওয়াশিংটন ডিসিপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা