মর্যাদা বিসর্জন দিয়ে আইএমএফ’র ঋণ নেওয়ার বিপক্ষে এফবিসিসিআই

মর্যাদা বিসর্জন দিয়ে আইএমএফ এর ঋণ নেওয়ার বিপক্ষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

ইআরএফ সংলাপে সংস্থাটির সভাপতি মোঃ জসিমউদ্দিন বলেছেন, বাংলাদেশের অবস্থা এতটা বেগতিক না যে যাচ্ছেতাই শর্ত মেনে নিতে হবে।

নির্বাচনী বছরে টাকা পাচার বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক যেহেতু বলছে আমদানির আড়ালে ২শ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মূল্য দেখানোর প্রমাণ পেয়েছে তারা, তাদের উচিত জড়িতদের আইনের আওতায় আনা। নাহলে, কেবল বাহবা নেওয়ার জন্য মুখরোচক কথা বন্ধ করা দরকার।

বিজ্ঞাপন

অর্থ পাচারআইএমএফঋণএফবিসিসিআই