সরকারের অনুরোধে ২টি প্যাকেজে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ। সাড়ে ৩ বছর মেয়াদী এই ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে তৈরী হওয়া ঝুঁকি প্রশমনে সহায়ক হবে বলেছে বহুজাতিক সংস্থাটি। অবশ্য ঋণ পেতে এরই মধ্যে জ্বালানী তেল, গ্যাস এবং বিদ্যুৎ এর দাম বাড়াতে হয়েছে সরকারকে। আইএমএফ জানিয়েছে, আগামী মাসেই ঋণের ১ম কিস্তি ৪৭ দশমিক ৬ কোটি ডলার ছাড় হবে। রিজভী নেওয়াজের রিপোর্ট।
বিজ্ঞাপন