ভারতে আইআইটি ছাত্রের আত্মহত্যা!

ভারতের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) তৃতীয় বর্ষের একজন ছাত্র আত্মহত্যা করে মারা গেছেন। গত একমাসে এ নিয়ে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল মঙ্গলবার ১৪ মার্চ এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

অন্ধ্র প্রদেশের বাসিন্দা ২০ বছর বয়সী নিহত ছাত্র আইআইটির বৈদ্যুতিক প্রকৌশল বিভাগে অধ্যয়নরত ছিলেন। তাকে তার রুমমেটরা হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় আবিস্কার করে।

প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গিয়েছে, নিহত ছাত্র তার পড়াশোনা এবং একাডেমিক কাজ নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিল।

উল্লেখ্য একই প্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগের আরও একজন ছাত্র গত ১৪ ফেব্রুয়ারি আত্মহত্যা করে মারা যায়। তাকেও তার হোস্টেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ঘটনার ঠিক এক মাস পর এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইআইটি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ক্যাম্পাসে ছাত্র/স্কলার, ফ্যাকাল্টি এবং কর্মীদের সুস্থতা ও উন্নতি টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে তারা।

ইতিমধ্যেই ঘটনা খতিয়ে দেখার জন্য নির্বাচিত ছাত্র প্রতিনিধিসহ একটি তদন্ত কমিটি গঠন করেছে তারা।

আত্মহত্যাছাত্রের আত্মহত্যাভারত