যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানের পরিস্থিতি এবার ভিন্ন। চরম অর্থনৈতিক সংকটে থাকা মানুষগুলোর ইফতার বলতে কেবল চা-রুটি কিংবা নামমাত্র কিছু ইফতার আইটেম। ৭৩ বছর বয়সী আফগান বৃদ্ধ আব্দুল রহিম মোহাম্মদী। দুই বছর আগে প্রচণ্ড খরায় নিজ গ্রাম ছেড়েছিলেন। বার্ধক্যের কারণে আর চাকরি খুঁজে পাননি।
বিজ্ঞাপন