সরকারকে সরাতে বুকে সাহস নিয়ে মোকাবেলা করতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে সরাতে হলে বুকে অনেক সাহস নিয়ে মোকাবেলা করতে হবে। মৃত্যু, জেলের পরোয়া করলে চলবে না।

তিনি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটে ‘নব্বইর গণ-অভ্যুত্থান এবং কিছু কথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান এই কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া মিথ্যা মামলায় গৃহবন্দি। তিনি লিভারসিরোসিসে ভুগছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না।

তিনি জানান, প্রতিদিন বিএনপির হাজার হাজার নেতাকর্মী আদালতের বারান্দায় ঘুরপাক খাচ্ছে। বর্তমান বিচার ব্যবস্থায় ন্যায় বিচার মিলছে না। অনেকের মতো আমার মামলার ট্রায়াল শুরু হয়েছে। এক দেড় মাসের মধ্যে কারাগারে নেয়া হতে পারে। ‌

তিনি আরও বলেন, সরকার ন্যূনতম সম্মান করতে জানেনা গুণি মানুষদের। ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করা হচ্ছে। ব্যক্তি আক্রোশের কারণে তাকে কারাগারে নিতে চাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, সরকার অপকর্ম ও দুর্নীতির কারণে ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয় না। ১০টি আসনও পাবে না জেনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানছে না আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

বিএনপিবিএনপি মহাসচিবমির্জা ফখরুল