মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না রাখলে আরও চাপ বাড়বে বলে আশংকা

সত্যিকারের তথ্য-উপাত্ত দিলে আগামী মাসেই মূল্যস্ফীতি ১০ শতাংশ অতিক্রম করবে, বলেছেন, অর্থনীতিবিদ ড. আহসান এইচ মুনসুর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা না গেলে চা শ্রমিকদের মতো অন্যান্য খাত থেকেও বেতন বৃদ্ধির চাপ আসবে বলে সতর্ক করেন তিনি। তবে তাঁর এই অনুমান উড়িয়ে দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বাংলাদেশের কোন উন্নতি বা অর্জনের খবর দেশীয় গবেষক বা থিংক ট্যাংক থেকে আশা করা যায় না। এজন্যই সরকার অর্থনীতিবিদদের শংকাকে মোটেই আমলে নেয় না। রিজভী নেওয়াজের রিপোর্ট।

অর্থনীতিবিদড. শামসুল আলমপরিকল্পনা প্রতিমন্ত্রীমূল্যস্ফীতি নিয়ন্ত্রণসরকার