টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলে ১৭ কোটি, বাংলাদেশ পাবে কত?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে। ২০২১-২৩ টেস্ট চক্রের জন্য মোট ৩.৮ মিলিয়ন ডলার দিচ্ছে আইসিসি। চ্যাম্পিয়নশিপের নয়টি দলের মধ্যেই প্রাইজমানির অর্থ ভাগ করে দেয়া হবে।

আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে শুরু হতে চলা চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয়ী দল পাবে ১.৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটির বেশি। রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৮ কোটির বেশি।

২০১৯-২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের প্রাইজমানির মতো এবারের আসরেও পুরস্কারের অর্থের পরিমাণ একই থাকল।

চলতি চক্রের ৯টি দলের মধ্যে তৃতীয় স্থানে থেকে চ্যাম্পিয়নশিপ শেষ করা সাউথ আফ্রিকা পাবে ৪৫০,০০০ লাখ ডলার। চতুর্থ স্থানের ইংল্যান্ড পাবে ৩৫০,০০০ লাখ ডলার। পঞ্চম স্থানের শ্রীলঙ্কা পাচ্ছে দুই লাখ ডলার।

টেবিলের ছয়ে থাকা গত আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, সাতের পাকিস্তান, আটের ওয়েস্ট ইন্ডিজ এবং সবার শেষে থাকা বাংলাদেশ পাচ্ছে এক লাখ ডলার করে, যা টাকার হিসেবে এক কোটির বেশি।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়াআইসিসিইংল্যান্ডওভালটেস্ট চ্যাম্পিয়নশিপভারতলিড স্পোর্টস