‘মেসির অবদান কোনভাবেই অস্বীকার করা যাবে না। কিন্তু বিশ্বকাপ জেতার পর তার সতীর্থরা যেভাবে উদযাপন করেছে সেটাও কোনভাবেই কাম্য নয়। তারা আর তেমন কিছু করতে পারবে না।’ কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা দলের উদযাপনের ধরন নিয়ে এভাবেই বলেছেন সুইডেনের সাবেক অধিনায়ক জ্লাতান ইব্রাহিমোভিচ।
‘ফুটবলের ইতিহাসে মেসিকে সেরা খেলোয়াড় বিবেচনা করা হয়। আমি নিশ্চিত ছিলাম সে বিশ্বকাপ জিততে চলেছে। এমবাপে এখনও একটা বিশ্বকাপ জিতবে।’
‘আমি মেসির বিষয়ে চিন্তিত নই। আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড়ের বিষয়ে চিন্তিত যে তারা আরকিছু জিততে পারবে না। মেসি সবকিছুই জিতেছে এবং তাকে সবসময়ই স্মরণ করা হবে। কিন্তু যারা খারাপ আচরণ করেছে তাদের সম্মান দেখাতে পারছি না। পেশাদার ফুটবলার হিসেবে আমি এভাবে দেখছি।’
বিশ্বকাপ জেতার পর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের অদ্ভুত উদযাপনের তদন্ত করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, এমন খবরও এসেছে। ইব্রার তোপটা মূলত এমির দিকেই।
বিজ্ঞাপন