২০২৫ সালের মধ্যে ১২ শতাংশ কর্মী ছাঁটাই করবে এইচপি

সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক ও ভোক্তা পর্যায়ে চাহিদা কমে যাওয়ায় সঙ্কটকালীন সময় পার করছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এইচপি। সারাবিশ্বে পার্সোনাল কম্পিউটার ও ল্যাপটপের চাহিদা চলতি ২০২২-২৩ আর্থিক বছরে আরও কমে যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা মারি মায়ার্স।

এই সঙ্ককট মোকাবিলায় এইচপি ২০২৫ সালের মধ্যে মোট ৫০ হাজার কর্মী থেকে  চার থেকে ছয় কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে, যা সারা বিশ্বে এইচপিতে কর্মরত জনশক্তির প্রায় ১২ শতাংশ।

একইভাবে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল কর্প এর উপরও প্রভাব ফেলেছে। এর ফলে এইচপির মতই প্রতিষ্ঠানটি তার সেলস এবং মার্কেটিং বিভাগ থেকে প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইন্টেলের প্রসেসর চাহিদা ক্রমাগত কমে যাওয়ার ফলে জুলাই মাসে প্রতিষ্ঠানটি তার প্রতিদ্বন্দ্বী এডভান্স মাইক্রো ডিভাইসের কাছে মার্কেট শেয়ার হারিয়েছে। ইন্টেল আরও জানিয়েছে, ২০২২ সালে বিক্রয় পূর্বের প্রত্যাশার তুলনায় ১১ বিলিয়ন মার্কিন ডলার কম হতে পারে।

এইচপি