সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারালেন বিসিবির কিউরেটর হিঙ্গনিকার

ভারতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চট্টগ্রাম ভেন্যুর হেড কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার। হারিয়েছেন স্ত্রীকেও। দেশটির একাধিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। 

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুনে থেকে নাগপুরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে হিঙ্গনিকারদের গাড়ি। মহারাষ্ট্রের বুলধানা জেলার সামরুদ্ধি এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে তাদের গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান বিসিবি কিউরেটরের স্ত্রী। আহত অবস্থায় হিঙ্গনিকারকে প্রথমে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নেয়া হয়। পরে বেসরকারি একটি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন তিনি।

ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে বিদর্ভের হয়ে ৫৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৫৬ বর্ষী হিঙ্গনিকার। ২০১৮ সালে কিউরেটর হিসেবে যোগ দেন বিসিবিতে। বর্তমানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দায়িত্বে আছেন তিনি।

বিজ্ঞাপন

আহতনিহতবিসিবিভারতলিড স্পোর্টসসড়ক দূর্ঘটনা