চট্টগ্রামে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের সহায়তায় হেপাটাইটিসের ঝুঁকি ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেছেন, হেপাটাইটিস নিয়ে আর অপেক্ষা নয়, নিজের ও পরিবারের সুরক্ষার জন্য হেপাটাইটিস পরীক্ষা এবং টিকাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরি। সঠিক সময়ে পরীক্ষা ও চিকিৎসা না করায় দেশে লিভার সিরোসিসসহ বিভিন্ন হেপাটাইটিস রোগে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে এবং অনেকে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে।
শনিবার (১২ আগস্ট) বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চট্টগ্রামে ন্যাশনাল সেমিনারে বক্তারা এসব কথা বলেন। লিভার কেয়ার সোসাইটির সভাপতি ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে রেডিসন ব্লুতে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল খান।
সেমিনারে বক্তৃতা করেন বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সেলিমুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নীল, চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর অলোক কুমার রাহা, বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর তারেক শামস, ডক্টর সালাউদ্দিন শাহেদ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর সাহেনা আক্তার সহ অন্যরা।
বিজ্ঞাপন