আইস্ক্রিনে বড়পর্দার আলোচিত ‘হাওয়া’

বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করলো চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’। আর এই প্লাটফর্মে দর্শক এখন থেকে দেখতে পারবেন গেল বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘হাওয়া’

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আইস্ক্রিনের ‘গালা ইভিনিং’ আয়োজনে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এমন ঘোষণা দেন। তিনি বলেন, আজ রাত থেকেই সারা বিশ্বের মানুষ আইস্ক্রিনে ‘হাওয়া’ সহ ‘দামাল’ ও ‘বিউটি সার্কাস’ ছবিগুলো দেখতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন দেশের সব মাধ্যমের তারকা শিল্পী, নির্মাতা, কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা।

গেল বছরে বাংলাদেশে মুক্তির পর টানা কয়েক মাস ধরে দেশের সিনেমা অঙ্গনে আলোচনার শীর্ষস্থান ধরে রাখে ‘হাওয়া’। পরে দেশের গণ্ডি পেরিয়ে ছবিটি ভারত সহ বিশ্বের বিভিন্ন শহরে বাংলা ভাষাভাষিদের মাতিয়ে রাখে।

বড়পর্দার পাশাপাশি তখন থেকেই ওটিটির দর্শকরা ‘হাওয়া’র জন্য মুখিয়ে ছিলেন। এবার দর্শকের সেই প্রতীক্ষা ঘুচালো চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। আনুষ্ঠানিক যাত্রার শুরুর দিনেই এই প্লাটফর্মে দর্শক ‘হাওয়া’ সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা স্ট্রিমিং করতে পারছেন।

গভীর সমুদ্রের একটি ট্রলারের মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ‘হাওয়া’ তৈরি হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।

আইস্ক্রিনআইস্ক্রিন টেক্সটআইস্ক্রিন সেমিচঞ্চল চৌধুরীচ্যানেল আইনাজিফা তুষিনাসির উদ্দিন খানমেজবাউর রহমান সুমনলিড বিনোদনশরিফুল রাজসিনেমাসুমন আনোয়ারসোহেল মণ্ডলহাওয়া