দেশের হয়ে শত গোল করতে চান হ্যারি কেন

বৃহস্পতিবার রাতেই ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন হ্যারি কেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ইতালির বিপক্ষে গোল করে ছড়িয়ে যান ওয়েইন রুনির ৫৩ গোলের রেকর্ড। এবার দেশের হয়ে শত গোলের মাইলফলক স্পর্শ করতে চান ইংলিশ ফরোয়ার্ড।

ইতালির বিপক্ষে এক গোল করেছিলেন হ্যারি কেন। পরের ম্যাচে পরের ম্যাচে ইউক্রেনের বিপক্ষেও পেয়েছিলেন জালের দেখা। ইংল্যান্ডের হয়ে ৮২ ম্যাচে কেনের গোল সংখ্যা এখন ৫৫।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ইউক্রেন ম্যাচের পর নিজের স্বপ্নের কথা জানান কেন। জাতীয় দলের হয়ে ১০০ গোল করতে চান ২৯ বর্ষী স্ট্রাইকার। বলেছেন, ‘১০০ গোল করা নিশ্চিতভাবে কঠিন হবে। আমি কখনই কিছু গণনা করি না। আমি এখনও তরুণ, আমার বয়স ২৯, আমি এখনও ফিট এবং শক্তিশালী। যতদিন পারি ইংল্যান্ডের হয়ে খেলতে চাই। আমি লক্ষ্যের পথে ধাপে ধাপে এগিয়ে যাব।’

‘পরবর্তী লক্ষ্য ৬০-এর ঘরে পা রাখার চেষ্টা করা। ১০০ গোল দৃষ্টিসীমার বাইরে নয়। এটা খুবই কঠিন হবে। দেখা যাক, আগামী কয়েক বছর কেমন যায়।’

‘আমি আমার দেশের জন্য অত্যন্ত আবেগপ্রবণ, আমি ইংল্যান্ডের হয়ে খেলতে পছন্দ করি। এমনকি যখন আমি ছোট ছিলাম, ইংল্যান্ড আমার কাছে সবকিছু ছিল।’

‘ইংল্যান্ডের হয়ে খেলাটা এই রেকর্ড করাটা আমার জন্য বিশেষ কিছু। আমি এতদূর স্বপ্ন দেখেছি বলে মনে হয় না। আমি ইংল্যান্ডের হয়ে খেলার এবং গোল করার স্বপ্ন দেখেছিলাম। রেকর্ড গোলস্কোরার হওয়া আমার স্বপ্নেও ছিল না। আমি অনেক দুর্দান্ত মুহূর্ত পেয়েছি এবং আশা করি আরও অনেক কিছু আসবে।’

ইংল্যান্ডটটেনহ্যামরুনিহ্যারি কেন