গার্দিওলার ‘বকাঝকা’ উপভোগ করেন হালান্ড

পেপ গার্দিওলার অধীনে ২০২২-২৩ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড। গুরু-শিষ্যের রসায়নে ট্রেবল জয়ে মৌসুম শেষ করে প্রিমিয়ার লিগের দলটি। যার স্বীকৃতি হিসেবে দুজনেই পেয়েছেন উয়েফা বর্ষসেরার পুরস্কার। ট্রফি হাতে দুর্দান্ত হালান্ড জানালেন, এমন পরফরম্যান্সে গার্দিওলার চিৎকার ও বকাঝকার অবদান রয়েছে। এমনকি এসব উপভোগ করেন নরওয়েজিয়ান তারকা।

বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোতে জমকালো আয়োজনে উয়েফা বর্ষসেরার বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। গত ১৭ আগস্ট বর্ষসেরার দৌড়ে মনোনীত সেরা তিনজনের নাম জানিয়েছিল উয়েফা।

নতুন মৌসুমে বার্নলির বিপক্ষে ম্যাচে বিরতির সময় কোনো একটি বিষয় নিয়ে হালান্ডের সঙ্গে চিৎকার করতে দেখা যায় ৫২ বর্ষী গার্দিওলাকে। সেই প্রসঙ্গে হালান্ড বলেছেন, ‘কখনও কখনও পেপ কিছুটা ভীতিজনক, এটা আমাকে স্বীকার করতে হবে। অনেক ক্ষেত্রে আমার বাবাও ভীতিকর হতে পারে। তবে এই বিষয়গুলো আমি পছন্দ করি।’

‘পেপ আমার সঙ্গে চিৎকার করেন, এর কারণ সে আমার ভেতরে এমনকিছু দেখেন যা হয়ত আমি নিজেও জানি না। তাই এই বিষয়টি আমি অনেকবেশি পছন্দ করি। এসবে আমার কোনো অভিযোগ নেই। তিনি চান সত্যিই আমি একজন ভালো ফুটবলার হয়ে উঠি।’

বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া হালান্ড প্রথম মৌসুমেই ট্রেবল জিতেছেন। প্রিমিয়ার লিগে মৌসুমে সর্বোচ্চ ৩৬ গোলের রেকর্ড করেছেন ২৩ বর্ষী তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের আনন্দে মেতেছিল পেপ গার্দিওলার দল। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে হালান্ড ৫৩ ম্যাচে মৌসুমে করেছিলেন ৫২ গোল।

বিজ্ঞাপন

ইপিএলগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড