গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজধানীর গুলশান-২ নম্বরে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে ১ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। ১৯টি ইউনিটের দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাততলা থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়া যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম আনোয়ার হোসেন (৩০)। তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের দিদারুল্লা গ্রামে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান ২ এর ১০৪ নম্বর রোডের ১২ তলা একটি ভবনে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ভবনে। আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে লাফিয়ে পড়ে ১ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হন। প্রতক্ষ্যদর্শীরা জানান আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।

গতকাল সন্ধ্যা ৭টায় আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ১১৪ জন ফায়ার ফাইটারের পাশাপাশি উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহীনি, বিমানবাহিনী, নৌবাহিনী ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। শিশুসহ একে একে জীবিত উদ্ধার করা হয় ২২ জনকে।

বহুতল ভবনটিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা ও জরুরী বর্হিগমন ঠিক ছিলো কিনা সে বিষয়ে তদন্তের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ। তবে ভবনটিতে অগ্নি নির্বাপান ব্যাবস্থার ঘাটতি ছিলো এমন অভিযোগের কোনসদুত্তর দেয়নি সরকারের সুরক্ষা সেবা বিভাগ।

আগুনের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডগুলশানগুলশানের আগুনঢাকাফায়ার সার্ভিসরাজধানী