অস্ত্রোপচারের পর সুস্থ আছেন গার্দিওলা

পেপ গার্দিওলার কোচিংয়ে গত মৌসুমে ‘ট্রেবল’ জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে দলটি। সামনে অবশ্য বেশ কছুদিনের জন্য ডাগআউটে স্প্যানিশ কোচকে পাচ্ছে না সিটি। পিঠের ব্যথায় জরুরি অস্ত্রোপচার করিয়েছেন ৫২ বর্ষী পেপ। দলের বাইরে থাকবেন ক্লাবগুলোর আন্তর্জাতিক বিরতি পর্যন্ত।

ম্যানচেস্টার সিটি মঙ্গলবার জানিয়েছে, গার্দিওলার অনুপস্থিতিতে কোচের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ জুনমা লিলো। শেফিল্ড ইউনাইটেড এবং ফুলহ্যামের বিপক্ষে দুই ম্যাচে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দ্বিতীয় দফায় ম্যানসিটিতে যোগ দেয়া ৫৭ বর্ষী স্প্যানিশ কোচ।

বার্সেলোনা ও সিটির হয়ে ‘ট্রেবলজয়ী’ পেপ বেশ লম্বা সময় ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন। সেই ব্যথা তীব্র আকার ধারণ করে। বাধ্য হয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন কিংবদন্তি কোচ।

পেপ উড়াল দেন স্পেনের বার্সেলোনায়। সেখানে একটি হাসপাতালে মঙ্গলবার ডাক্তার মিরেয়া ইলুয়েকার তত্ত্বাবধানে একটি সফল অস্ত্রোপচার করা হয়। পুরোপুরি সুস্থ হয়ে বার্সেলোনাতেই পুনর্বাসন করবেন স্প্যানিশ কোচ। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝিতে আন্তর্জাতিক বিরতি শেষে আবারও সিটিজেনদের দায়িত্বে ফিরবেন গার্দিওলা।

বিজ্ঞাপন

অস্ত্রোপচারইপিএলগার্দিওলাবার্সেলোনাম্যানসিটিলিড স্পোর্টস