ট্রেবল জিতেই ২০২২-২৩ মৌসুম শেষ করেছিল ম্যানসিটি। নতুন মৌসুম শুরুর আগে অবশ্য ফের ট্রেবল জয়ের স্বপ্ন দেখছেন না কোচ পেপ গার্দিওলা। পুনরায় ট্রেবল জেতা ‘অসম্ভব’ মনে করছেন তিনি। তাই সমর্থকদের সতর্কও করেছেন, এমন স্বপ্ন না দেখতে।
শুক্রবার প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে ম্যানসিটি, প্রতিপক্ষ বার্নালি। ম্যাচে চোখ রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে সমর্থকদের উদ্দেশ্যে এমনটাই বলেছেন স্প্যানিশ কোচ।
“গত মৌসুমে আমরা যা করেছি, সব সময় তা করা অসম্ভব। এমনটা জীবনে একবারই হয়। আমি খেলোয়াড়দের বলেছিলাম, ‘এটা ভুলে যাও। আমরা যা করেছি তা নিয়ে গত মৌসুমে সর্বোচ্চ চূড়ায় উঠেছি। কিন্তু গত দুই দিনে সেখান থেকে নেমে এসেছি এবং এখন নতুন করে শুরু করছি। সবারই একই লক্ষ্য থাকে। তবে যতটা সম্ভব উঁচুতে উঠতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে।”
‘আমাদের ফুটবল, আমাদের আচরণ, মানসিকতা নির্ধারণ করবে মৌসুমটি কেমন হবে। ফুটবলে আমরা যা করেছি তা আমাদের হৃদয়ে রয়ে গেছে। কতটা সুন্দর ছিল তা, কিন্তু শেষ হয়ে গেছে। প্রতি মৌসুমে আমরা আবার শূন্য থেকে শুরু করি, কিন্তু ইতিহাস নিজেই কথা বলে যখন আপনি এমন কিছু অর্জন করেন যা আমরা করেছি। এটি পুনরাবৃত্তি করা প্রায় অসম্ভব।’
‘আমাদের এটি সম্পর্কে সচেতন হতে হবে। আশা করি, ভক্তরা বুঝতে পারবে যে এটি কতটা কঠিন ছিল। আমরা বার্নালি, নিউক্যাসল এবং শেফিল্ড এর বিপক্ষে ভাল পারফরম্যান্স করার চেষ্টা করেছি। গেম বাই গেম, এর চেয়ে বেশি কিছু নয়।’
‘আমাদের নিজেদেরকে চ্যালেঞ্জ করতে হবে, আমাদের একে অপরকে চাঙ্গা করতে হবে। লোকেরা যদি আশা করে যে আমিই একমাত্র, যাকে এটি করতে হবে। তবে এটি সম্ভব হবে না, বরঞ্চ ধাপে ধাপে এগুতে হবে।’
বিজ্ঞাপন