অসাধারণ ফুটবল হবে আমার সম্পদ, ট্রফি নয়: গার্দিওলা

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে কাটানো সময়ে অসাধারণ ফুটবল হবে তার সম্পদ, চ্যাম্পিয়ন্স লিগে কতগুলো ট্রফি জিতেছেন সেটা নয়। ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে এমন মন্তব্য করেছেন।

ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের আগে স্প্যানিশ এ কোচ বলেছেন, ‘ইতিমধ্যে আমার ছাপ বা সম্পদ অসাধারণ পর্যায়ে পৌঁছেছে। বহু বছর ধরে আমরা এখানে একই সময় কাটিয়েছি। দর্শকরা স্মরণ করবে আমরা এখানে অনেক গোল করেছি, হজম করেছি কম এবং আমরা অনেকগুলো ট্রফি জিতেছি।’

‘গত কয়েকবছরে আমি এখানে বিপ্লব ঘটিয়েছি। এটা ভালো অর্জন এবং সম্ভবত ইউরোপের মানুষেরা খেয়াল করেনি, কিন্তু আমরা অসাধারণ সময় কাটিয়েছি। এটাই আমার অর্জন।’ নিজের ভালো সময় সম্পর্কে মন্তব্য গার্দিওলার।

স্পেনের সাবেক এ খেলোয়াড় গত সাত বছরে পঞ্চম লিগ ট্রফি জয়ের খুব কাছে। তবে অনেক সমালোচকের মন্তব্য, ইংল্যান্ডের ফুটবলে আধিপত্য বিস্তার করলেও সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ না জেতানো পর্যন্ত গার্দিওলার কোচিং পূর্ণতা পাবে না।

২০২১ সালে তার অধীনে ম্যানচেস্টার সিটি ফাইনাল খেলেছে। তবে হেরে যায় আরেক ইংলিশ ক্লাব চেলসির কাছে। পরের মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে সেমিফাইনালের দ্বিতীয় লেগে হেরে বিদায় নেয় সিটিজেন বাহিনী। তার আগের মৌসুমেও অসাধারণ খেলে হেরে যায় ব্লুজ দলটি। রিয়ালের বিপক্ষে ম্যাচ বুধবার রাতে, প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছে বার্নাব্যুতে।

বিজ্ঞাপন

গার্দিওলাচেলসিচ্যাম্পিয়ন্স লিগটটেনহ্যামম্যানচেস্টার সিটিরিয়াললিড স্পোর্টসস্পেন