চিড়িয়াখানায় জন্মালো দাগহীন অন্যরকম জিরাফ শাবক

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির ব্রাইটস চিড়িয়াখানায় একটি দাগহীন জিরাফ শাবক জন্ম নিয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পৃথিবীতে এটি একমাত্র জিরাফ যার সারা শরীরে কোনো দাগ নেই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত ৩১ জুলাই জিরাফের বাছুরটি জন্মগ্রহণ করে। এখনও জিরাফের এই শাবকটির নামকরণ করা হয়নি। জিরাফের শাবকটি একটি স্ত্রী জিরাফ যা বাদামি রঙের এবং জিরাফের শরীরে যে স্বতন্ত্র প্যাচ প্যাটার্ন দাগ থাকে তা এই শাবকের নেই।

টেনেসির ব্রাইটস চিড়িয়াখানা এক বিবৃতিতে জানানো হয়েছে, জিরাফ বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এটি পৃথিবীর একমাত্র জিরাফ যার শরীরে কোনো দাগ নেই। জিরাফটি সম্পূর্ণ বাদামি রঙের।

জিরাফ শাবকটি বর্তমানে ছয় ফুট লম্বা এবং তার মায়ের যত্নে বড় হচ্ছে। মা জিরাফটি একটি বিপন্ন প্রজাতি ফিরাফ। ২০১৮ সালে দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারস রেড লিস্টে এই জিরাফের নাম যুক্ত করা হয়েছিল।

ব্রাইটস চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা টনি ব্রাইট একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আমাদের প্যাটার্নবিহীন শাবক জিরাফের আন্তর্জাতিক প্রচারণা জিরাফ সংরক্ষণের একটি অত্যন্ত প্রয়োজনীয় দৃষ্টান্ত তৈরি করেছে। বন্য জনসংখ্যা নিঃশব্দে বিলুপ্তির পথে চলে যাচ্ছে, গত তিন দশকে বন্য জিরাফের ৪০ শতাংশ জনসংখ্যা হারিয়ে গেছে।

সেন্ট লুইস চিড়িয়াখানার মতে, জালিকার জিরাফটি পূর্ব আফ্রিকান সাভানার স্থানীয় এবং এটি একটি তৃণভোজী। এই প্রজাতির স্ত্রী জিরাফদের সাধারণ উচ্চতা ১৭ ফুট এবং ওজন ১ হাজার ১৭৯ কেজি পর্যন্ত হতে পারে।

বিজ্ঞাপন

জন্মমার্কিন যুক্তরাষ্ট্র