আরেকদফা বেতন কমাচ্ছেন পিকে

আরও একটি মৌসুম শুরুর অপেক্ষায় বার্সা। চলতি দলবদলে ন্যু ক্যাম্পে খুঁটি গেড়েছেন লেভান্ডোভস্কি-রাফিনহা-কৌন্ডের মতো তারকারা। সেজন্য ঢালতে হয়েছে কাড়িকাড়ি অর্থ। লা লিগাসহ চ্যাম্পিয়ন্স লিগে রাজ করতে আরও কিছু ফুটবলার চান জাভি হার্নান্দেজ। বার্সার অর্থনৈতিক পরিস্থিতি আবার অতো ভালো নেই, জানা আছে জেরার্ড পিকের। তাই এগিয়ে এসেছেন। নতুন ফুটবলার দলে টানতে দ্বিতীয়বারের মতো পারিশ্রমিক কমাতে চলেছেন ৩৫ বর্ষী স্প্যানিয়ার্ড।

বার্সায় দীর্ঘ ক্যারিয়ার পিকের। ক্লাবের কোনো কিছুই তার অজানা নয়। সবার থেকে ভালোই জানেন অর্থনৈতিক কী হাল চলছে কাতালানদের। ক্লাবের সাথে তার সম্পর্ক যতটা না আর্থিক, তারচেয়েও বেশি আত্মিক। আগেও করোনায় অর্থনৈতিক বিপর্যস্ত বার্সাকে উদ্ধার করতে পারিশ্রমিকে ছাড় দিয়েছিলেন। এবার আরেকদফা এগিয়ে এসেছেন বেতন কমিয়ে বার্সাকে আলোর পথে নিতে।

শনিবার রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে বার্সা। তার আগেই ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে টানতে চান জাভি। কিন্তু টান পড়েছে টাকায়। নতুন খবর, জাভিকে সাহায্য করতে সবার আগে এগিয়ে এসেছেন পিকে। সাথে যোগ দিয়েছেন অধিনায়ক সার্জিও বুসকেটসও। বার্সা সভাপতি লাপোর্তা জানিয়েছেন, নতুন চুক্তি করাতে চেষ্টার ত্রুটি নেই ক্লাবের পক্ষ থেকে।

‘আমরা চুক্তিগুলো সম্পন্ন করতে সম্ভাব্য সবকিছু করছি। আমাদের যা করার ১৩ আগস্টের আগে করতে হবে। নতুন ফুটবলার দলে টানার ব্যাপারে আশাবাদী আমি।’

আলেক্সান্ডার-আর্নল্ডকে পেতে এখনও ৬৭ মিলিয়ন পাউন্ড প্রয়োজন বার্সার। ডি ইয়ংয়ের পাওনা ১৭ মিলিয়ন। বার্সা ছাড়তে চান না এই তরুণ। বার্সারও আগামীর ভাবনায় রয়েছেন তিনি। ফলে নতুন ফুটবলার টানতে বাড়তি অর্থের যোগান খুঁজছে ক্লাব। যার সুরাহা দিতে পিকে-বুসকেটস এগিয়ে এসেছেন পারিশ্রমিক কমাতে।

জাভিপিকেবার্সাবুসকেটসলিড স্পোর্টস