গোপালগঞ্জ থেকে আড়াই ঘন্টায় ঢাকায়

গোপালগঞ্জ প্রতিনিধি: মাত্র ৩দিন আগেও গোপালগঞ্জ থেকে সড়ক পথে ঢাকায় যেতে সময় লেগেছে ৫ থেকে ৭ ঘন্টা। আর পদ্মাসেতু উদ্বোধনের পর আজ ২৭ জুন সোমবার সড়ক পথে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগছে ২ ঘন্টা ৩৫ মিনিট।

আজ সোমবার ভোর সোয়া ৫টার দিকে গো্পালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস, দোলা পরিবহন ও ইমাদ পরিবহনের যাত্রীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ শহরের চরসোনাকুড় গ্রামের ইসমতআরা বেগম ভোর ৫টা ৫০ মিনিটের সময় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়িতে চড়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছেছেন সকাল ৭টা ৫৫ মিনিটের সময়। এতে তার সময় লেগেছে ২ ঘন্টা ৩৪মিনিট।

ঢাকার একটি কলেজ ছাত্র আলিমুজ্জামান আলীম গ্রামের বাড়ি গোপালগঞ্জের চরসোনাকুড় থেকে একই গাড়িতে চড়ে একই সময়ে ঢাকা যান।

পদ্মা সেতু দিয়ে কমসময়ে ঢাকায় পৌঁছে  ইসমত আরা বেগম বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই আজ দেশের সবচেয়ে বড় নদী পদ্মায় এতো বড় সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। তিনি পদ্মা সেতু নির্মাণ করেছেন বলেই আজ আমরা খুব অল্প সময়ের মধ্যে গোপালগঞ্জ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় আসতে পেরেছি। আমি তার দীর্ঘায়ু কামনা করছি।’

অপরদিকে ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া থেকে পদ্মাসেতু হয়ে সকাল ৮টার দিকে গোপালগঞ্জে পৌঁছেছেন বেশ কয়েকজন সরকারি চাকরিজীবী।

তাদের একজন চ্যানেল আইকে বলেন, এত বছরের চাকরিতে আমার জীবনে এমন সুযোগ কোনদিনও মেলেনি। বাড়ি থেকে নাস্তা করে সচিবালয়ে গিয়ে অফিস করার সুযোগ হবে, তা কোনদিন ভাবতেও পারিনি। এর আগে ফেরি ও লঞ্চ পারাপারে চরম ভোগান্তির কারণে বছরে দুইবারের বেশি বাড়িতে যাওয়া সম্ভব হয়নি।

গোপালগঞ্জঢাকাপদ্মাসেতু