বিপিএলের প্লে-অফের আগে পাকিস্তান ফিরে যাচ্ছেন ইফতিখার আহমেদ। ফরচুন বরিশালের সাফল্যের পেছনে তার আছে বড় অবদান। ১০ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে করেছেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৩৪৭ রান।
শুক্রবার বিপিএলে নিজের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছেন ৩১ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস। তাতেই দুইশ কাছাকাছি পুঁজি পেয়ে বরিশাল সহজে হারায় খুলনাকে।
দলের মিডিয়া ম্যানেজার সেকেন্দার আলী জানালেন, রাতেই ইফতিখারের দেশে ফেরার ফ্লাইট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্দেশনা মেনে বিপিএল খেলা পাকিস্তানের আরও অনেক ক্রিকেটারই ফিরে গেছেন। যে কয়জন আছেন তারাও ফিরে যাবেন কয়েকদিনের মধ্যেই।
ইফতিখারের জায়গায় বিদেশি কোনো ব্যাটার আনেনি বরিশাল। খুলনার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ২৯ বলে ৩৯ রানের ইনিংস খেলা ফজলে মাহমুদ রাব্বি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানান ইফতিখারের ভূমিকায় দেখা যেতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে।
শুক্রবার মাহমুদউল্লাহ সাত নম্বরে খেলতে পারেন মাত্র ২ বল। ৪ রানে অপরাজিত থাকেন। পরের ম্যাচে তাকে দেখা যেতে পারে ৫ নম্বরে ইফতিখারের জায়গায় ব্যাট করতে।
বিজ্ঞাপন