প্রথম জয় পেতে বরিশালের চাই ১৫৯ রান

রনি তালুকদারের ৪০ ও শোয়েব মালিকের ৫৪ রানের অপরাজিত ইনিংসের পরও রংপুর রাইডার্সকে বেশিদূর যেতে দেয়নি ফরচুন বরিশাল। এবারের বিপিএলে প্রথম জয় পেতে সাকিব আল হাসানের দলের প্রয়োজন ১৫৯ রান।

রংপুরকে দেড়শর মধ্যে রাখতে পারত বরিশাল। মালিকের অসাধারণ ব্যাটিংয়ে সেটি হয়নি। শেষ দুই ওভারে ২৬ রান তোলে তারা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে রংপুর তুলেছে ১৫৮ রান। ৩৬ বলে ৫৪ রান করেন মালিক। মারেন দুটি ছয়, পাঁচটি চার। রবিউল হক ১৫ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।

রংপুর ৭ উইকেট হারায় ১১৭ রানে। অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটির ৪১ এনে দেয় লড়াকু পুঁজি। ওপেনার রনি তালুকদার ২৮ বলে ৪০ রান করেন। অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১২ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

চতুরাঙা ডি সিলভা ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। সাকিব আল হাসান, ইবাদত হোসেন ও করিম জানাত নেন একটি করে উইকেট।

ম্যাচের প্রথম বলেই উইকেট নেন সাকিব। বরিশালের নেতৃত্বে ফিরে প্রথম ডেলিভারিতেই ফেরান নাঈম শেখকে। প্রথম ম্যাচে দলটির নেতৃত্বে ছিলেন মিরাজ।

ফরচুন বরিশালবিপিএল-২০২৩রংপুর রাইডার্সলিড স্পোর্টসশোয়েবসাকিব