নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না: জাসদ সভাপতি

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপ-আমেরিকার তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাসদের জাতীয় কমিটির সভায় ইনু বলেন, মূলত তারা নিজেদের পছন্দের সরকারকে ক্ষমতায় আনার পাঁয়তারা করছে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, এটি প্রমাণিত নয় উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, মূলত এই সরকারকে হঠানোই তাদের উদ্দেশ্য।

দেশে বিদেশি হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়নি দাবি করে তিনি বলেন, অযাচিত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

বিজ্ঞাপন

জাসদনির্বাচনহাসানুল হক ইনু