এমবাপের অনন্য কীর্তির রাতে শেষ আটে ফ্রান্স

ফ্রান্সের হয়ে একাধিক বিশ্বকাপে চারটি বা তার বেশি করে গোল আগে কেউ করতে পারেননি। শেষ ষোলোর লড়াইয়ে পোল্যান্ডের বিপক্ষে সেই কীর্তিটাই গড়েছেন কাইলিয়ান এমবাপে। পোলিশদের ৩-১ গোলে হারিয়ে শেষ আটের টিকিটও নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল।

রোববার আল সুমামা স্টেডিয়ামে প্রথমার্ধের ৪৪ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন অলিভিয়ের জিরুদ। ৭৪ মিনিটে ম্যাচের দ্বিতীয় ও আসরে নিজের চতুর্থ গোলটি তুলে নেন এমবাপে। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আরেকবার বল জালে জড়িয়ে সংখ্যাটি চার থেকে পাঁচে নেন ২৩ বর্ষী ফরোয়ার্ড। যোগ করা সময়ের শেষ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কির পেনাল্টি গোল শুধু ব্যবধানই কমিয়েছে পোল্যান্ডের।

মোট দুবারের ও বর্তমান চ্যাম্পিয়নরা এবার নিয়ে বিশ্বকাপে ৯বার শেষ আটের টিকিট কাটল। দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা ফ্রেঞ্চদের প্রতিপক্ষ মিলবে রাত একটায়। সেনেগাল-ইংল্যান্ড ম্যাচের জয়ীদের বিপক্ষে ১১ ডিসেম্বর সেরা চারে ওঠার মিশনে নামবেন এমবাপে-জিরুদরা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

শেষ আটে ওঠার লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে সমানে সমান লড়েছে পোলিশরা। বল দখল, আক্রমণ কিংবা গোলে শটেও দুটি দল ছিল কাছাকাছি। ৫৪ শতাংশ বল দখলে রেখে ১৩টি শটের আটটি লক্ষ্যে রেখেছে ফ্রান্স, জালের দেখা পেয়েছে তিনটিতে। বিপরীতে, সাতটি শটের তিনটি লক্ষ্যে রাখলেও জালের দেখা পাননি পোলিশরা, একমাত্র গোলটি পায় পেনাল্টিতে।

প্রথমার্ধে দাপট দেখিয়েছেন দুদলের গোলরক্ষকই। ফ্রান্সের একাধিক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন ওজসিচ সেজেসনি। খেলার ৪৪ মিনিটে স্কোরলাইন ১-০ করেন জিরুদ। এমবাপের বাড়ানো বলে দৃষ্টিনন্দন শটে জালে জড়ান অভিজ্ঞ ফ্রেঞ্চ তারকা। জাতীয় দল জার্সিতে তার গোল হল ৫২টি, ফরাসিদের সর্বকালের সর্বোচ্চ।

এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় দেশমের শিষ্যরা। আক্রমণ-প্রতি আক্রমণে দুদলের রক্ষণকেই ব্যস্ত রাখে দুদল। ৭৪ মিনিটে উসমানে ডেম্বেলের পাসে ব্যবধান বাড়ান এমবাপে। আসরে পেয়ে যান চতুর্থ গোল, ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও চারটি গোল করেছিলেন তিনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে দেন এমবাপে।

যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান লেভান্ডোভস্কি। ফ্রান্সের কাছে বড় হারে বিশ্বকাপ থেকে বিদায় নিলোয় পোলিশবাহিনী। আর টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার পথে আরেকধাপ এগিয়ে গেল দেশমের দল।

আল সুমামা স্টেডিয়ামএমবাপেকাতার বিশ্বকাপ-2022জিরুদদেশমফিফা বিশ্বকাপ পোল্যান্ডফিফা বিশ্বকাপ ফ্রান্সলেভান্ডোভস্কিসেমিলিড ফিফা বিশ্বকাপ