২০২৩ সালের ‘ফিফা বর্ষসেরা’ খেলোয়াড়ের দৌড়ে মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় রয়েছেন বিশ্বজয়ী লিওনেল মেসি, ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী তারকা আর্লিং হালান্ড ও বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা কাইলিয়ান এমবাপে।
বৃহস্পতিবার ১২ সদস্যের তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় নাম নেই পতুর্গিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানসিটির তারকারাই বেশি জায়গা পেয়েছেন ফিফার সংক্ষিপ্ত তালিকায়। যেখানে দেশের হিসেবে আর্জেন্টিনার সর্বোচ্চ দুজন আছেন।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা অর্জনের পর গতবছর ফিফার বর্ষসেরা পুরস্কার উঠেছিল লিওনেল মেসির হাতে। সবমিলিয়ে সর্বোচ্চ পাঁচবারের মতো ফিফার এই পুরস্কার পেয়েছেন বিশ্বজয়ী। এবারের লড়াইয়ে মেসির সঙ্গে আছেন বিশ্বকাপে চমক লাগানো আর্জেন্টাইন ফরোয়ার্ড ও ম্যানসিটি তারকা জুলিয়ান আলভারেজ।
তালিকায় স্থান পাওয়া নরওয়ের আর্লিং হালান্ড মেসির শক্ত প্রতিপক্ষ। গত মৌসুমে সবমিলিয়ে ৫২টি গোল করে ম্যানসিটির ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালে মেসিদের বিপক্ষে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। প্রতিযোগিতায় সর্বোচ্চ আট গোল করে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট। ধারাবাহিকতা ছিল পিএসজির হয়েও, জিতেছেন লিগ শিরোপা।
মনোনীতদের মধ্যে সবচেয়ে বেশি ছয়জন খেলোয়াড় রয়েছেন ম্যানসিটির। তারা হলেন- স্ট্রাইকার হালান্ড ও আলভারেজ, অ্যাটাকিং মিডফিল্ডার বেনার্দো সিলভা, মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন, রদ্রি ও সম্প্রতি বার্সেলোনায় যোগ দেয়া গুন্ডোয়ান।
এছাড়া বাকীরা হলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি, মার্সেলো ব্রোজোভিচ, খভিচা কভারাতসখেলিয়া, ভিক্টোর ওশিমেন ও ডেকলাইন রাইস।
বিজ্ঞাপন