তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন শুনে ক্ষুব্ধ সালাউদ্দিন

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আর্থিক অনিয়মের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি করা হয়েছে আর্থিক জরিমানাও। ফিফার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে প্রধান করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।

সেই তদন্ত কমিটির দুই সদস্য বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি ব্যক্তিগত কারণ দেখিয়ে কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার বাফুফের সাধারণ নির্বাহী সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কাজী নাবিলের নেতৃত্বে কমিটির সদস্য হিসেবে যারা দায়িত্ব পালন করবেন- ইমরুল হাসান, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ সবুজ, হারুনুর রশিদ ও আবদুর রহিম। আগামী সপ্তাহে কমিটি কাজ শুরু করবে। ৩০ কার্যদিবসের মধ্যে কাজ শেষ করে প্রতিবেদন জমা দেবে।

ফেডারেশনের দায়িত্বে থাকা সকলকে নিয়ে গঠিত তদন্ত কমিটি কতটা নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনে সক্ষম হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিষয়টি সাধারণ নির্বাহী সভায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়। এ সময় প্রশ্ন করা সাংবাদিকের উপর ক্ষুব্ধ হয়ে সালাউদ্দিন বলেন, ‘আপনি কি সততা নিয়ে প্রশ্ন তুলছেন? তিনি (কাজী নাবিল) একজন সংসদ সদস্য।’

চার মেয়াদে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। তার সব মেয়াদ মিলিয়ে কোন অনিয়ম হয়েছে কিনা, সেটি তদন্ত কমিটি দেখবে কিনা- এমন প্রশ্নের জবাবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থার প্রধান বলেন, ‘সেটা তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে।’

এর আগে ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সভায় জানানো হয়, ফুটবল উন্নয়নে ফিফা থেকে আরও ৩ মিলিয়ন ডলার পাচ্ছে বাফুফে। বিষয়টি নিয়ে কাজী সালাউদ্দিনের ভাষ্য, ‘ফিফার আগের ফান্ড (৩.৬২ মিলিয়ন ডলার) আমরা ব্যবহার করতে পারিনি। এটা প্রক্রিয়ার ভেতরে আছে। অনেকদিন ধরে আমরা পরিকল্পনাধীন কক্সবাজার স্টেডিয়ামে জমি পাওয়ার জন্য দৌড়াচ্ছিলাম। জমি আমরা পেয়েছি। এই জমির নকশা তৈরি করতে হবে। ফিফাকে নকশা পাঠানোর পর সেটা তারা অনুমোদন দেয়ার পর প্রজেক্ট আরম্ভ হবে। খুব দ্রুতই উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে।’

এ মাসেই বাংলাদেশে হতে চলেছে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। এশিয়া মহাদেশে প্রথমবারের মতো হতে চলা এ আসরকে অনুমোদন দেয়ার কথাও জানান বাফুফে সভাপতি।

কাজী নাবিলতদন্ত কমিটিফিফাবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসালাউদ্দিন