আগামী দুই থেকে দশ বছরের মধ্যে সারাবিশ্বে ‘এভিয়েন ইনফ্লুয়েঞ্জা’ জনিত মহামারির আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। প্রস্তুতি হিসেবে সর্বাধুনিক প্রযুক্তির নতুন ভ্যাকসিন উদ্ভাবনে কাজ চলছে বলে জানান ইমপেরিয়েল কলেজ লন্ডনের গবেষক প্রফেসর রবিন শ্যাটক। নিম্ন ও মধ্য আয়ের দেশের মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট।
বিজ্ঞাপন