৫০ বিলিয়ন ডলার রপ্তানির মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ

৫০ বিলিয়ন ডলার রপ্তানির মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান জানান, গ্যাস আর তেল বাদ দিয়ে বিশ্বের ২০টি সর্বোচ্চ রপ্তানির দেশে যোগ দিলো। রপ্তানি বহুমুখী করণের অংশ হিসেবে অ্যাপেলের বিনিয়োগ আনতে চায় সরকার।

৩ বছর পূর্বে বাংলাদেশের ৫০ বছরে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির টার্গেট নিয়েছিল বাংলাদেশ। করোনার কারণে দুই বছর অর্থনীতি স্থবির থাকলেও টার্গেট অনুযায়ী অর্থবছর শেষ হওয়ার ২ দিন আগে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির গৌরব অর্জন করলো।

রপ্তানিকারকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রপ্তানি বৈচিত্র্য করণের জোর দেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

৫০ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন ডলার হলো তৈরি পোশাক রপ্তানি খাত থেকে।

রপ্তানি