২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এবারও সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রদর্শনী ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারই প্রথম ম্যাচটি হবে টি-টেন ফরম্যাটে। বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল নামে ম্যাচটিতে অংশ নেবেন আকরাম-সুমন-পাইলট-অপিরা।
রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে দশ ওভারের ম্যাচটি।
জাতীয় দিবসগুলোতে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ হয় নিয়মিতই।
সাধারণত সাবেক ক্রিকেটারদের পুনর্মিলনীর মঞ্চ হয়ে ওঠে এই ম্যাচগুলি। দুই দলে রাখা হয়েছে ৩০ জন সাবেক ক্রিকেটারকে।
বাংলাদেশ লাল দল: মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলি খান, হাসানুজ্জামান ঝড়ু, এহসানুল হক, তালহা জুবায়ের, শফিউদ্দিন আহমেদ বাবু, আব্দুর রাজ্জাক, দীপু রায় চৌধুরি, মোহাম্মদ আলি।
বাংলাদেশ সবুজ দল: হান্নান সরকার, শাহরিয়ার নাফীস, আতহার আলি খান, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, নাজমুল হোসেন, মিজানুর রহমান, ফাহিম মুন্তাসির, হাসিবুল হোসেন, রবিউল ইসলাম, এএসএম রকিবুল হাসান।
বিজ্ঞাপন